
মুম্বাই ও পুনেতে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৫তম আসর। খেলা চলবে ২৯ মে পর্যন্ত। এই পুরো মৌসুমেই তাসকিনকে দলে চায় লখনউ এমনটায় জানা গিয়েছিল।
ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর এবারের আইপিএলের নতুন দল লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে আছেন। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে গম্ভীর তার দলে ভেড়াতে চাচ্ছিলেন। গম্ভীরের প্রস্তাবে রাজি হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্টের আগেই ভারতের উদ্দেশে রওনা দিতে হতো তাসকিনকে। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালে তাসকিনকে ছুটি দিচ্ছে না বিসিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস।
সোমবার দুপুরে জানান, ‘এই দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালে তাসকিনকে ছুটি দেওয়া হবে না। ভবিষ্যতের বিষয়টি ভবিষ্যতে বিবেচনা করা হবে। কিন্তু এই সফরে তাঁকে ছুটি দেওয়ার কোনো পরিকল্পনা বোর্ডের নেই।
Leave a Reply