
সারাবিশ্বের বিভিন্ন প্রান্তে স্তন ক্যানসারের প্রতি সচেতনা বাড়াতে বিভিন্ন রকম ক্যাম্পেনের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থা থেকে সামাজকর্মীরা সকলে মিলেই এই ধরনের পদক্ষেপ করেন। কিন্তু ক্রিকেট মাঠ থেকেও যে এই সচেতনা বাড়ানোর ক্যাম্পেনে অংশ নেওয়া সম্ভব তা দেখিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
এদিকে প্রতিবছরের ন্যায় এবছরও এই গোলাপি জার্সিতে নামছে প্রোটিয়ারা। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে গোলাপি জার্সি পরে মাঠে নামবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। মূলত স্তন ক্যান্সারের প্রতি সচেতনতা বাড়াতেই এই গোলাপি জার্সি পরেন প্রোটিয়া ক্রিকেটারেরা।
তবে এটাই প্রথম নয়। এর আগেও গোলাপি জার্সি পরে মাঠে নেমেছেন এবিডি-আমলারা। গত ২০১১ সালে প্রথম এই উদ্যোগ নেয় দক্ষিণ আফ্রিকা। এখনও পর্যন্ত গোলাপি জার্সি পরে মাঠে নেমে একটি ম্যাচে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে হেরেছিল স্বাগতিকরা।
এদিকে গোলাপি জার্সি পরে মাঠে নেমে দক্ষিণ আফ্রিকার হয়ে দূরন্ত পারফর্ম করার নজির রয়েছে এবি ডিভিলিয়ার্সের। ২০১৫ সালে গোলাপি জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৪ বলে ১৪৯ রানের ইনিংস খেলেছিলেন এবিডি।
Leave a Reply