
ঢাকাই সিনেমার প্রতিবাদী চিত্রনায়িকা পরীমণি। আহত হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।
২৭ মার্চ রোববার সন্ধ্যা ৭টার কিছুক্ষণ পর পরীমণির ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে, তার ক্যাপশনে লেখেন ‘দুর্ঘটনা’। ছবিতে পরীর হাতে দেখা যায় স্যালাইন দেওয়ার সুঁই (ক্যানোলা)।
এরপর থেকেই চারদিকে দেখা যায় উৎকণ্ঠা। ভক্তদের মনে নানা প্রশ্ন? কেমন আছেন এই নায়িকা? আবার অনেকেই খোঁজ নিচ্ছেন কেমন আছে তার গর্ভের সন্তান? কোনো ক্ষতি হয়নি তো?
বিষয়টি নিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী আরটিভি নিউজকে জানান। পরীমণি আগের চেয়ে এখন আপাতত ভালো আছেন। তার বিপদ কেটেছে। এবং তার গর্ভের সন্তানও সুস্থ আছেন। কিছুদিন বিশ্রামে থাকতে হবে ডাক্তারের পরামর্শে।
প্রসঙ্গত, হাসপাতালের প্রশাসনিক এক কর্মকর্তার সূত্র থেকে জানা যায়, শারীরিক দুর্বলতার কারণে মাথা ঘুরে হঠাৎ পড়ে যান পরীমণি। তারপর পরীর স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। রোববার ২৭ মার্চ সকাল ১০টার দিকে তাকে হাসপাতালের ভর্তি করা হয় বলেও তিনি নিশ্চিত করেন।
Leave a Reply