
বিশেষ করে বাংলাদেশে মার্চ, এপ্রিল ও মে মাসে কালবৈশাখী ঝড় হয়। এ বছর মার্চ মাসে এখন পর্যন্ত কালবৈশাখী ঝড়ের দেখা মেলেনি। তবে ১৫ মার্চ থেকেই তাপমাত্রা বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির এই ধারা আরও দুদিন অব্যাহত থাকবে। তাপমাত্রা বাড়ার তিনটি কারণ উল্লেখ করেছেন আবহাওয়াবিদ আব্দুল মান্নান।
এ ব্যাপারে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে দেশের আকাশে মেঘ নেই। প্রখর সূর্যের তাপ সরাসরি নেমে আসায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। তাছাড়া বায়ুমণ্ডলের নিম্নস্তরে জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে। বঙ্গোপসাগর থেকে কিছু জলীয় বাষ্পের কণা দেশের আবহাওয়ায় ছড়িয়ে পড়ছে। তাপমাত্রা বৃদ্ধির এটিও একটি কারণ।
‘তাপমাত্রা বাড়ার আরেকটি প্রধান কারণ, স্বাভাবিক নিয়মে দেশে পশ্চিম দিক থেকে এক ধরনের বায়ুপ্রবাহ অনুভূত হয়। তার ফলে এ অঞ্চলে আবহাওয়াগত পরিবর্তন আসে। সেই পরিবর্তনগুলো এ মাসে এখনও দেখা যায়নি। তাতে করে ধারণা করা যায়, এ বছর তাপমাত্রা আরও বাড়বে। ঝড়-বৃষ্টিও বেশি হওয়ার শঙ্কা রয়েছে।
Leave a Reply