
নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের সিরাজ মিয়ার পঞ্চম সন্তান হাকিম উদ্দিন। পুলিশ কনস্টেবল পদে চাকরিতে থাকা অবস্থায় বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেন হাকিম উদ্দিন নিজেই।
গত বুধবার ৪০তম বিসিএসের ফল বের হয়। সেখানে তিনি পুলিশ ক্যাডারে মেধাতালিকায় ৬৭তম হন।
জানা যায়, ২০১০ সালে সায়দাবাদ উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন হাকিম উদ্দিন। তারপর রায়পুরা কলেজ থেকে ২০১২ সালে উচ্চমাধ্যমিক পাস করে নরসিংদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০১২-১৩ সেশনে ভর্তি হন।
কিছুদিন পরই পুলিশ কনস্টেবল পদে চাকরি হয় তার। ২০১৩ সালে পুলিশে যোগদান করে প্রথম বছর গাজীপুর শিল্প পুলিশে কাজ করে বদলি হয় আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি)। সেখানে থাকা অবস্থাতেই নরসিংদী সরকারি কলেজ থেকে ২০১৬ সালে অনার্স শেষ করেন। তারপর আর মাস্টার্স করেননি তিনি।
এরপর ২০১৮ সালে ৪০তম বিসিএস এ আবেদন করেন। প্রথমবারের মতো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কৃতকার্য হওয়ার পর পর্যায়ক্রমে লিখিত ও মৌখিকে অংশ নেন। সবশেষ চলতি বছরের ৩০ মার্চ ৪০তম বিসিএসের ফলে পুলিশ ক্যাডারের মেধাতালিকায় ৬৭তম হিসেবে জায়গা করে নেন এই যুবক।
নিজের অধ্যবসায় ও হার না মানার গল্প জানিয়ে হাকিম উদ্দিন বলেন, ডিএমপিতে কাজের চাপ প্রচুর। সারা দিন কাজ করে বিশ্রামের সময় পড়াশোনা করতাম। যখন অনার্স চতুর্থ বর্ষের শেষ দিকে, তখন ভালো মানের একটা চাকরির চিন্তা শুরু হয়। ন্যূনতম দ্বিতীয় শ্রেণির হলেও একটা চাকরির চাহিদা ছিল। এই চিন্তা থেকেই কনস্টেবল পদে চাকরির পাশাপাশি পড়াশোনা করতে থাকি।
Leave a Reply