
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পয়েন্ট টেবিলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অবস্থান বেশ ভালো। চার ম্যাচের তিনটি জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে তারা। আজ (বুধবার) ফ্র্যাঞ্চাইজিটির শক্তি বাড়াতে দলের সঙ্গে যোগ দিয়েছেন মঈন আলী। কুমিল্লার টিম ম্যানেজমেন্ট ইংলিশ অলরাউন্ডারের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে কুমিল্লায় নিয়মিত খেলছেন ফাফ ডু প্লেসি, করিম জানাত ও ক্যামেরন ডেলপোর্ট। তিনজনই ভালো পারফর্ম করছেন। যার ফলে এখনও কোনও ম্যাচে সুযোগ হয়নি সুনীল নারিনের। যদিও দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন ক্যারিবিয়ান তারকা।
দলটিতে ডু প্লেসি, জানাত, ডেলপোর্ট, মঈন, নারিন, ওশানে থমাস ও কুশল মেন্ডিস আছেন বিদেশি ক্যাটাগরিতে। নিয়ম অনুযায়ী একাদশে তিন বিদেশি খেলানোর সুযোগ পাচ্ছে দলগুলো। এই অবস্থায় নিশ্চিতভাবেই মধুর সমস্যায় পড়েছে কুমিল্লা। কাকে রেখে কাকে খেলাবে দুইবারের বিপিএল চ্যাম্পিয়নরা- এটাই এখন দেখার।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড: মোস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারিন, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, মেহেদী হাসান, ক্যামেরন ডেলপোর্ট, ওশানে থমাস ও কুশল মেন্ডিস।
Leave a Reply