
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামে স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৯ মার্চ) এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নূর জাহান বেগম (৩৬)। তিনি সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামের কামাল উদ্দিনের প্রথম স্ত্রী।
জানা গেছে, কামালের সঙ্গে কয়েক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় নূর জাহানের। সম্প্রতি কামাল প্রথম স্ত্রীর অগোচরে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে পারিবারিক জীবনে কলহ দেখা দেয়। এরই জেরে আজ শনিবার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন নূর জাহান।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, গোপনে স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী নূর জাহান বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।
Leave a Reply