
সাকিব আল হাসানের সবকিছুই বড় খবর। সেই খবরের উৎস কখনো মাঠের পারফরম্যান্স, কখনো মাঠের বাইরের কোনো ঘটনা, কখনো বা সাকিবের কোনো কথা। আজ অনুশীলনের সময় ছক্কা হাঁকিয়ে মোটরসাইকেলের গ্লাস ভেঙ্গেছেন সাকিব।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে কোন সিরিজের আগে আলোচনায় থাকে সাকিব আল হাসানের নাম। ২২ গজের সঙ্গে মাঠের বাইরের বিষয়গুলোতেও উঠে আসে তার নাম। পারিবারিক কারণে ছুটি নেয়া, ইনজুরির কারণে খেলতে না পারা কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য আন্তর্জাতিক সিরিজ বাদ দেয়া, এসবই যেন গত দুয়েক বছরে গণমাধ্যমে নিয়মিত আলোচনার বিষয়বস্তু।
এইতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব চলাকালীনই খবর এল দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট নাও খেলতে পারেন সাকিব। তবে আইপিএলের নিলামে দল না পাওয়ার সেই খবরের আলো একটু হলেও ফিকে হয়ে গেছে। তারপরও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি আদৌ প্রোটিয়াদের দেশে লাল বলে সাকিব খেলবেন কিনা!
Leave a Reply