
নিজের জন্মদিনটি রাঙিয়ে রাখতে পারলেন না তামিম। প্রায় একই লেন্থে ছিল পরপর দুই ডেলিভারি। আগের বলটি হঠাৎ লাফিয়ে আঘাত হানে গ্লাভসে, আঙুলে সামান্য ব্যথা পেলেও কোনো সমস্যা হয়নি। প্রায় একই জায়গা থেকে একইভাবে লাফিয়ে ওঠা পরের ডেলিভারি আর ফেরাতে পারেননি বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
আজ লুঙ্গি এনগিডির করার দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে সেই লাফিয়ে ওঠা ডেলিভারিটি তামিমের গ্লাভসে লেগেই লেগে উঠে যায় আকাশে, শর্ট কভারে দাঁড়িয়ে সহজেই সেটি তালুবন্দী করেন কেশভ মহারাজ। ফলে মাত্র ১ রানেই সাজঘরে ফিরে যেতে হয়েছে বাঁহাতি ওপেনারকে।
নিজের ৩৩তম জন্মদিনটি রাঙিয়ে রাখতে পারলেন না তামিম। আউট হওয়ার আগে চার বলে মাত্র ১ রান করতে পেরেছেন তিনি। সেটিও এসেছে প্রোটিয়া ফিল্ডারদের ওভার থ্রো থেকে। এরপর শূন্য রানে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন সাকিব।
আজ তামিম-সাকিবের বিদায়ে শুরুতেই চাপে পড়ে গেলো বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভার শেষে ২ উইকেটে ৮ রান।
Leave a Reply