
বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক আইডিতে থেকে পোস্ট করে থাকেন। এবার তিনি তার এক ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্টকারীদের বিরুদ্ধে দিলেন কঠোর এক সতর্কবার্তা। ‘জয় বাংলা’ কিংবা বাংলাদেশের অগ্রগতির কথা থাকে এমন কোনো পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেয়া হলে তাদেরকে ব্লক করবেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে মন্ত্রী ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের পুরো স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হলো: ‘আমার কোন পোস্টে জয় বাংলা বা বাংলাদেশের অগ্রগতির কথা থাকলেই কিছু লোক হা হা রিএ্যাকসন প্রদান করেন। আমি বুঝতে পারি তারা জয় বাংলা শ্লোগান বা দেশটার সামনে যাওয়া পছন্দ করেন না। আমার বন্ধু তালিকায় যারা আছেন তাদের দুএজন এমন কাজ করেছেন ও ব্লকড হয়েছেন।’
তিনি আরও লেখেন, ভবিষ্যতেও এমন কাজ করলে ব্লকড হবেন। যারা অনুসারী তাদেরকেও সতর্ক করছি যে এই ধরনের আচরণ অন্তত আমার দেয়ালে করবেন না। আমাকে পছন্দ না হলে সরে যান। কেউ আপনাকে ডেকেও আনেনি বা আসতে বাধ্যও করেনি। আমি আমার নীতিতে অটল আছি ও থাকবো।’
Leave a Reply