
শত্রুদের ওপর মলোটভ ককটেল ফেলতে নতুন এক কৌশল উদ্ভাবন করেছে ইউক্রেনের সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১০ মার্চ) প্রথমবারের মতো ড্রোনের সাহায্যে ককটেল বোমা দিয়ে হামলা চালানো হয়।
গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা, চারটি ব্লেড বিশিষ্ট ছোট সাইজের ড্রোনের মাঝখানে ককটেল বোমা রাখার জন্য একটি স্পট রয়েছে। দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমাটি শত্রুর ওপর ফেলা হয়।
গণমাধ্যমের ছবিতে কিয়েভে এই ড্রোন ব্যবহার করে চেরনিহিভস্কে বিয়ারের বোতল ফেলতে দেখা যায়।
ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ককটেল বোমা বা পেট্রোল বোমা ব্যবহার করে আসছে ইউক্রেনিয় সেনাবাহিনীসহ বেসামরিক জনগণ।
এ কাজে সেনাবাহিনীর সদস্যরা সাধারণ নাগরিকদের প্রশিক্ষণও দিচ্ছে বলে জানা গেছে।
এদিকে, পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় ফেব্রুয়ারি মাসেই লিভিভের অ্যালকোহল প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রাভদা পেট্রোল বোমা উৎপাদন শুরু করে বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
Leave a Reply