
দেশের বাজারে তেলের দামের ঊর্ধ্বগতির মধ্যেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে তীর ও রূপচাঁদা সয়াবিন তেলের কারখানায় অ’ভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার (১০ মা’র্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অ’ভিযান চালানো হয়।
নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মঞ্জুর মোহাম্ম’দ শাহরিয়ার বলেন, ‘সিটি গ্রুপের তীর এবং বাংলাদেশ এডিবয়েল লিমিটেডের রূপচাঁদা ব্র্যান্ডের সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। এ ছাড়া জানুয়ারি, ফেব্রুয়ারি ও মা’র্চ মাসের সরবরাহ কাগজপত্র আম’রা খতিয়ে দেখেছি।
সরবরাহ চেইন স্বাভাবিক আছে। দুটি মিলেই সরকারি ফরম আছে কিন্তু তা মানা হচ্ছে না। কেনা-বেচার সময় অবশ্যই ইউনিট মূল্য চালানে উল্লেখ থাকতে হবে। সেটি কোনও মিলেই পাইনি। এ ছাড়া ডিও বা এসও’র মাধ্যমে বিক্রির সময় ১৫ দিনের মধ্যে পাইকার বা ডিলারকে সেই পণ্য সরবরাহ করার নিয়ম আছে। কিন্তু গত ৭ ফেব্রুয়ারির ডিও পণ্য আজ সরবরাহ করা হচ্ছে। সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করার জন্য দুটি মিলকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
মিল পরিদর্শন প্রসঙ্গে পরিচালক আরও বলেন, ‘পাইকারি বাজার থেকে বার বার অ’ভিযোগ করা হচ্ছে, মিল গেট থেকে সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। যে কারণে বাজারে তেলের সংকট হচ্ছে। কিন্তু মিলে এসে সেটি পাওয়া যায়নি। আসলে দাম কারা বাড়াচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। দামের কারসাজি হচ্ছে কিনা সে বিষয়ে লক্ষ রাখা হচ্ছে। পর্যায়ক্রমে সব মিল পরিদর্শন করা হবে।’
Leave a Reply