
ঢালিউডের ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের জন্য বাংলাদেশে আসার কথা ছিল বলিউড অভিনেত্রী সানি লিওনের। এজন্য সরকারের কাছে বাংলাদেশে প্রবেশের জন্য অনুমতি চাওয়া হয়। তবে বাংলাদেশে আসার জন্য তার অনুমতি বাতিল করা হয়। এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধন্ত জানায় তথ্য মন্ত্রণালয়।
তবে নিষেধাজ্ঞার পরেও ঢাকায় এসেছেন সানি লিওন! এমনকি এ তথ্য তিনি নিজেই জানিয়েছে। শনিবার (১২ মার্চ) বিকালে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট দেন সানি লিওন। ছবির ক্যাপশনে তিনি লিখেন, এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি।
ছবিতে দেখা যায়, তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তার পেছনে লেখা, ওয়েলকাম টু বাংলাদেশ।
এর আগে ২০১৫ সালে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সানি লিওনের বাংলাদেশে আসার পরিকল্পনা করা হয়। কিন্তু সেই খবরে দেশের ইসলামিক সংগঠনগুলো ফুঁসে ওঠে। আন্দোলনের মাধ্যমে ওই পরিকল্পনা বাতিল করায় তারা। এরপর আবারও বাংলাদেশে আসার আগ্রহ দেখান সানি লিওন।
Leave a Reply