
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) ভালো অবস্থানে নেই সিলেট সানরাইজার্স। ৬ ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পেয়েছে তারা। ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে তারা। আজ নিজেদের সপ্তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে সিলেট।
নিজেদের হোম গাউন্ডে জয়ের খোঁজে মাঠে নেমেছে সিলেট। এদিকে সিলেট পর্বে দলটির নেতৃত্বে পরিবর্তন এসেছে। দলটির অধিনায়ক হিসেবে এতদিন দায়িত্ব পালন করছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। দলের ব্যর্থতায় অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে।
দলটির নতুন অধিনায়ক রবি বোপারা। খুলনা টাইগার্সের বিপক্ষে আজ টস করতে দেখা যায় তাকে। নেতৃত্ব হারালেও খুলনার বিপক্ষে সিলেটের একাদশে আছেন মোসাদ্দেক। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বোপারা।
সিলেট সানরাইজার্স একাদশ: রবি বোপারা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, আলাউদ্দিন বাবু, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, অলক কাপালি, একেএস স্বাধীন, লেন্ডল সিমন্স, কলিন ইনগ্রাম।
খুলনা টাইগার্স একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, ইয়াসির আলী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলী অনিক, সৌম্য সরকার, নাবিল সামাদ, সিকান্দার রাজা।
Leave a Reply