
বিয়ের দাবিতে প্রে’মিকের বাড়িতে তিন দিন ধরে অবস্থান করছে অনশন করছে প্রে’মিকা। এদিকে, প্রে’মিকা বাড়িতে হাজির হওয়া পর এলাকা ছেড়ে পালিয়েছেন প্রে’মিক। ঘটনা ঘটেছে গাইবান্ধার সাদুল্যাপুর উপজে’লার ফরিদপুর ইউনিয়নে।
এদিকে ছে’লের পরিবারের পক্ষ থেকে অনশনরত মে’য়েকে নানাভাবে মানসিক নি’র্যাতন করার অ’ভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সরেজমিন জানা গেছে, রংপুর সরকারি কলেজে পড়ার সময় সাদুল্যাপুরের তাহেরপুর (সাহাপাড়া) গ্রামের দুলাল সাহার ছে’লে শুভ সাহার সঙ্গে প্রে’মের স’ম্পর্ক হয় সুন্দরগঞ্জ উপজে’লার ওই মে’য়েটির।
মে’য়েটির দাবি, বিয়ের প্রলো’ভনে শুভ তার সঙ্গে শারীরিক স’ম্পর্কও করেছেন। এইচএসসি পাসের পর তাদের বিয়ে করার কথা ছিল। সদ্য প্রকাশিত এইচএসসির ফলাফলে তারা দুজনই উত্তীর্ণ হন। এরপর শুভকে বিয়ের কথা বললে টালবাহানা করতে থাকে। তাই বাধ্য হয়ে গত রোববার প্রে’মিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।
এদিকে, মে’য়েটি হাজির হওয়ার পর গতকাল সোমবার রাতে শুভর বাড়িতে সালিস বসে। বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। কিন্তু সেখানে কোনো সুরাহা হয়নি। কলেজছা’ত্রী বলেন, ‘শুভর পরিবারের লোকজন আমাকে গালাগালি করে বাড়ি থেকে বের করে দেওয়ার পাঁয়তারা করছে। হয় বিয়ে, না হয় আত্মহ’ত্যা- এ ছাড়া এখন আমা’র আর কোনো পথ নেই।’
ফরিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফিরোজ কবির বলেন, বিষয়টি নিয়ে বৈঠকে বসা হয়েছিল। কিন্তু কোনো সুরাহা হয়নি। সাদুল্যাপুর থা’নার ওসি প্রদীপ কুমা’র রায় বলেন, ‘বিষয়টি লোকমুখে শুনেছি। তবে কোনো অ’ভিযোগ পাওয়া যায়নি।’
Leave a Reply