
সানি লিওন নামে পরিচিত বলিউড অভিনেত্রী কারেনজিৎ কৌর ওয়েবার ঢাকায় এসেছেন। বিমানবন্দরে নেমে তিনি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। আজ বিকেল সোয়া ৫টার দিকে সানি লিওন তার ফেসবুক পেজে পোস্ট করা ছবির সঙ্গে লিখেছেন, ‘সুন্দর এই দেশে এসে ভীষণ আনন্দ হচ্ছে।’
এদিকে, বাংলাদেশের বুকে পা রেখেই ভুল করে বসলেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা যেই ছবি দিয়ে তিনি ঢাকায় আসার খবর জানিয়েছেন, সেখানেই দেখা গেল ভুল।
ছবিটির ক্যাপশনে সানি লিখেছেন, ‘এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি।’ এর সঙ্গে হ্যাশট্যাগে #বাংলাদেশ #ঢাকা #পার্টিটাইম শব্দগুলো জুড়ে দিয়েছেন। এতে বাংলাদেশ নামে ভুল করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন- Bangledesh!
এরইমধ্যে সানির ভুলটি নজরে পড়েছে নেটিজেনদের। অনেকেই তার এই ভুলের সমালোচনা করছেন। এমনকি বিমানবন্দরে তোলা ছবিতে সানির পেছনেও ‘ওয়েলকাম টু বাংলাদেশ’ লেখা ছিল। অন্তত সেটা দেখেও সঠিকভাবে লিখতে পারতেন বলে কটাক্ষ করছেন বাংলাদেশি নেটিজেনরা।
Leave a Reply