
চট্টগ্রাম বন্দরে কর্ম’রত অবস্থায় কন্টেইনার হ্যান্ডলিং ক্রেনের ধাক্কায় মা’রা গেছেন সিফাত রাব্বি (২৩) নামে পরিবহন বিভাগের এক কর্মচারি। ব্যক্তি জীবনে তিনি একজন ফুড ব্লগার হিসেবে পরিচিতি পেয়েছিলেন। বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে বন্দর ইয়ার্ডে এই দুর্ঘ’টনা ঘটে।
বন্দর থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা জাহেদুল কবির দুর্ঘ’টনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টার দিকে সিফাত রাব্বি বন্দরে কাজ করার সময় কন্টেইনার হ্যান্ডলিং-এ ব্যবহৃত ইক্যুমেন্ট গাড়ির (ক্রেন) ধাক্কায় গুরুতর আ’হত হন। তাকে উ’দ্ধার করে দ্রুত হাসপাতা’লে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।
নি’হতের পারিবারিক সূত্র জানায়, মাত্র ৪ মাস আগে সিফাত রাব্বি বিয়ে করেছিলেন। চট্টগ্রামে তিনি একজন ফুড ব্লগার হিসেবে পরিচিতি পেয়েছিলেন। প্রায় এক বছর আগে তার বাবা বন্দর কর্মচারী হিসেবে কর্ম’রত থাকাকালে মা’রা যাওয়ায় উত্তরাধিকার হিসেবে বন্দর কর্তৃপক্ষ সিফাতকে বন্দরের পরিবহন বিভাগে চাকরিতে নিয়োগ প্রদান করে। কিন্তু এক বছর না পেরোতেই বন্দরেই তার মৃ’ত্যু ঘটে।
Leave a Reply