
ঢাকায় দুই পর্ব ও চট্টগ্রাম পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঞ্চ এখন সিলেট। এখানে তিনটি ম্যাচ খেলবে স্বাগতিক সিলেট সানরাইজার্স। তবে তিনটি ম্যাচেই অনিশ্চিত দলের পেসার তাসকিন আহমেদ।
তাসকিন আসলে অনিশ্চিত গোটা টুর্নামেন্টেই। এখন পর্যন্ত সিলেট খেলেছে ৬টি ম্যাচ। লিগ পর্বে ম্যাচ বাকি আরও ৪টি। সিলেট পর্বের ৩ ম্যাচসহ তাসকিন অনিশ্চিত লিগ পর্বের শেষ ম্যাচেও।
চোটের পাওয়ার আগে তাসকিনের খেলা হয়েছে মাত্র ৪টি ম্যাচ। পুরনো পিঠের চোট আবারও কাবু করেছে তাকে। ব্যথানাশক নিয়ে খেলার সুযোগ থাকলেও আফগানিস্তান সিরিজকে সামনে রেখে তাকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না।
বিপিএলের পরপরই মাঠে গড়াবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এই দুই সিরিজে তাসকিন যেন ফিট থাকেন, এজন্য বিসিবি থেকে সিলেটকে নির্দেশনা দেওয়া হয়েছে- তাকে খেলানোর ক্ষেত্রে যেন কোনো ঝুঁকি না নেওয়া হয়।
সিলেট সানরাইজার্সের ফিজিও বলেন, ‘তাসকিনের পিঠের ইঞ্জুরি আগে থেকেই ছিল। চট্টগ্রাম পর্বের পর জানান পিঠে ব্যথা হচ্ছে। এরপর আমরা এমআরআই করাই। আগের ইঞ্জুরিটাই আবার ফিরে এসেছে। এরপর বোর্ডের ফিজিও বায়েজিদ ভাইয়ের সাথে কথা বলি। তার পরামর্শ অনুযায়ীই তাসকিনের চিকিৎসা চলছে।’
আপাতত তাই তাসকিনের মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। ফিজিও বলেন, ‘তাকে নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে পারছি না, কারণ সামনে আফগানিস্তান সিরিজ আছে। আফগানিস্তান সিরিজে যেন অংশ নিতে পারে সেটাও দেখতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত পিঠের ব্যথা পুরোপুরি দূর না হচ্ছে ততক্ষণ আমরা তাকে খেলাতে পারছি না।’
Leave a Reply