
যশোরের বাঘারপাড়ার বাসিন্দা ঐশি রায় রিয়া (১৯)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি গলায় ফাঁ’স দিয়ে আত্মহ’ত্যা করেছেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাঘারপাড়া পৌরসভা’র ৮ নম্বর ওয়ার্ডের মহিরণ এলাকায় তাঁদের বাড়িতেই এ ঘটনা ঘটে।
রিয়ার বাবা স্বপন রায়। রিয়া যশোরের হামিদপুর আল-হেরা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছা’ত্রী ছিলেন। বেলা ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন যশোরের ‘খ’ সার্কেলএর অ’তিরিক্ত পু’লিশ সুপার মুকিত সরকার।
শুক্রবার মধ্যরাতে ঐশি রায়ের নিজস্ব ফেসবুক আইডিতে ‘শান্তির ঘুম’ লেখা একটি স্ট্যাটাস দেখা গেছে।
রিয়ার মেজ বোন প্রিয়া রায় জানান, শুক্রবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে রিয়া। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে খাবার খাওয়ার জন্য ডা’কা হলে কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত ম’রদেহ দেখা যায়। তবে কি কারণে তিনি ‘আত্মহ’ত্যা’ করেছেন তা জানাতে পারেননি প্রিয়া।
বাঘারপাড়া থা’না ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, ‘পরিবার দাবি করছে ঐশি রায় রিয়া আত্মহ’ত্যা করেছেন। তবে ময়নাত’দন্তের পর বিষয়টি পরিস্কার হবে। ‘
Leave a Reply