
কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে দাপুটে জয়ের পর শেষ ম্যাচে ৯ উইকেটের বড় জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল তামিম ইকবালের দল।
বুধবার (২৩ মার্চ) তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরিয়নে টস হেরে ফিল্ডিংয়ে নেমে বল হাতে বল হাতে আগুন ঝরান তাসকিন আহমেদ। পাশাপাশি উইকেট শিকারের মিছিলে ছিলেন সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও শরিফুল ইসলাম। টাইগারদের এমন দাপুটে বোলিংয়ে মাত্র ১৫৪ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার দলীয় সর্বনিম্ন। আগের সর্বনিম্ন ১৬২, ২০১৫ সালের ১৭ জুন।
জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন তামিম ইকবাল ও লিটন দাস। শেষদিকে এসে লিটন দাস উইকেট হারালেও লড়াই চালিয়ে যান বাংলাদেশের দলপতি। তার ৮৭ রানের দুর্দান্ত ইনিংসে শেষ পর্যন্ত ১৪১ বল হাতে রেখেই জয়ের দেখা পায় টাইগাররা।
এদিকে, দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাসকিনের হাতে। পাশাপাশি জিতে নিয়েছেন সিরিজ-সেরার পুরস্কারও।
Leave a Reply