
সাকিব এখন বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয়। বাংলাদেশের ক্রিকেটের অসংখ্য গৌরবময় অধ্যায় তো বটেই, এমনকি বিশ্ব ক্রিকেটের অনেক মাইলফলকের সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম।
এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ মুহূর্তে টানটান উত্তেজনায় ১ রানে জয়লাভ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনাল ম্যাচ আগে ব্যাট করতে নেমে ফরচুন বরিশালকে ১৫১ রানের টার্গেট দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে বরিশাল।
ম্যাচের শুরুতেই টসে জিতে ব্যাট করতে নেমে ব্যাট হাতে তাণ্ডব চালান ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন। গত ম্যাচের মতো এই ম্যাচেও তান্ডব চালিয়েছেন তিনি। প্রথম ওভারের চতুর্থ বলে মুজিব উর রহমানকে লং অনে ৬ মেরে শুরু, প্রথম ওভারেই নেন ১৮ রান!
শফিকুলের দ্বিতীয় ওভারে আবার ২ ছয় ১ চারে ১৮ রান! দুই ওভারে আসে ৩৬ রান। তবে একমাত্র সুনীল নারিন ছাড়া টপ অর্ডারে আর কোন ব্যাটসম্যান গান করতে পারিনি। তৃতীয় ওভারেই প্যাভিলিয়নে ফিরে যান লিটন দাস। সাকিব মাত্র ৪ রান দিয়ে ফেরান লিটন দাসকে।
পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বলে মেহেদি হাসান রানাকে ৬ হাঁকিয়ে ২১ বলে দেখা পান ফিফটির। পরের বলেই সোজাসুজি উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন শান্তর হাতে। পাওয়ার প্লের শেষ ওভারে নারিন ফেরার পর থেমে যায় কুমিল্লার রানের চাকা। মুজিব-ব্রাভোরা চেপে ধরে ইমরুল কায়েসের দলকে।
পরের চার ওভারে তারা মাত্র ২১ রান সংগ্রহ করে। রানআউট হয়ে মাহমুদুল হাসান জয় ফেরেন মাত্র ৮ রানে। ফাফ ডু প্লেসিকে ৪ রানের বেশি করতে দেননি মুজিব। ব্রাভোর বাউন্সে ১২ রানে পরাস্ত হন ইমরুল। ০ রানে প্যাভিলিয়নে ফেরেন আরিফুল হক।
৯৫ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে বড় ধরনের চাপে পড়ে কুমিল্লা। সেখান থেকে দলকে ভালো সংগ্রহ এনে দেন মঈন আলী ও আবু হায়দার রনি। শেষ ওভারে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মঈন আলী। ৩২ বলে ৩৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে ওভারের তৃতীয় এবং চতুর্থ বলে জোড়া উইকেট তুলে নেন শফিকুল ইসলাম। শেষ পর্যন্ত জয় পায় কুমিল্লা।
এদিকে, সম্ভাব্য বিজয়ী নিয়ে ছিল নানা জনের নানা মত। তবে ফাইনালের ফল যাই হোক না কেন, ধরে নেয়া হচ্ছিল সাকিবই হচ্ছেন আসর সেরা পারফরমার। আর শেষ পর্যন্ত হয়েছেও তাই। চতুর্থবারের মতো টুর্নামেন্ট সেরা পারফরমারের পুরস্কার জিতে নিলেন সাকিব আল হাসান।
Leave a Reply