
কোনো ব্যক্তির নিজের নাম বা দস্তখত বা সই করাই হলো স্বাক্ষর। প্রত্যেকের স্বাক্ষরের মধ্যে ভিন্নতা রয়েছে। কেউ যেন সেই স্বাক্ষর নকল করতে না পারে সেজন্য অনেকেই স্বাক্ষরে ভিন্নতা রাখেন। তিনি ব্যতীত যেন আর কেউ স্বাক্ষরটি করতে না পারে সেজন্য যথাসাধ্য চেষ্টা করেন স্বাক্ষরে ভিন্নতা রাখার।
এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্বাক্ষর ভাইরাল হয়েছে যা নিয়ে চলছে রসিকতা। অনেকেই স্বাক্ষরটিতে পেখম মেলা ময়ূরের সাদৃশ্য খুঁজে পাচ্ছেন। আবার অনেকেই বলছেন, হয়তো স্বাক্ষরকারী সজারু আঁকতে চেয়েছিলেন।
স্বাক্ষরটি ভারতের গুয়াহাটি মেডিক্যাল কলেজের অস্থি বিভাগের রেজিস্ট্রারের বলে দাবি করা হয়েছে। রমেশ নামে এক টুইটার ব্যবহারকারী এই স্বাক্ষরটি শেয়ার করতেই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তিনি লিখেন, আমি অনেক ধরনের স্বাক্ষর দেখেছি। কিন্তু এটি সর্বশ্রেষ্ঠ।
ভাইরাল হওয়া সেই স্বাক্ষরের নিচে তারিখ ছিল ৪ মার্চ। অনেকেই সেই স্বাক্ষরে কারসাজি করেছেন। কেউ কেউ রঙ লাগিয়ে সজারু এঁকেছেন। আবার অনেকেই ময়ূর এঁকে দিয়েছেন। স্বাক্ষরটি সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল হয়ে গেছে।
Leave a Reply