
নুর ইস’লামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরের ভাইট’কান্দি ইউনিয়নের ধারাকপুরে। বয়স ৭০। ভিক্ষাবৃত্তি তার পেশা। ঘুরে ঘুরে ভিক্ষা করার সময় নিজের স্ত্রী’কেও সঙ্গে রাখেন। জীবন সঙ্গী যাতে তাকে রেখে না চলে যায়, সেজন্য নিজের সঙ্গে শিকল দিয়ে তাকে বেঁধে রাখেন!
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী’ হাজেরা খাতুন প্রায় ১৫ বছর আগে মা’রা যান। এরপর নুর ইস’লাম বিভিন্ন সময় মানসিক প্রতিব’ন্ধী বেশ কয়েকজন নারীকে বিয়ে করেন। কিন্তু তারা কেউই তার সঙ্গে সংসার করেনি।
বছরখানেক আগে ফুলপুর পৌরসভা’র আমুয়াকান্দা বাজারের জান্নাত (৩০) নামের এক ‘পাগলী’র সঙ্গে সংসার শুরু করেন নুর ইস’লাম। তবে বর্তমান স্ত্রী’কে ‘হা’রানোর ভ’য়ে’ তাকে সব সময় নিজের সঙ্গে শিকল ও রশি দিয়ে কোম’রে বেঁধে ভিক্ষা করেন তিনি।
নিজের ২ শতাংশ জমির পাশে একটি ছাপড়া ঘরে স্ত্রী’কে নিয়ে থাকেন নুর ইস’লাম। জান্নাত বাড়ির রান্নাসহ স্বামীর সেবাযত্ন করেন।
এ বিষয়ে নুর ইস’লাম বলেন, বাঁধন ছেড়ে দিলেই সে হারিয়ে যায়। এজন্য সব সময় স্ত্রী’কে নিজের সঙ্গে বেঁধে রাখি।
Leave a Reply