
আইপিলের ১৫তম আসরের নিলামের দ্বিতীয় দিনের বড় চমক সিঙ্গাপুরের ক্রিকেটার টিম ডেভিড। মাত্র ২০ লাখ রুপির ভিত্তিমূল্যর এই ক্রিকেটার বিক্রি হয়েছেন ৮ কোটি ২৫ লাখ রুপিতে। চোখধাধানো এই দামে তাকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
সিঙ্গাপুরের এই ক্রিকেটারের দিকে চোখ ছিল আরও চারটি দলের। তাকে দলে পেতে একে লড়াইয়ে নামে দিল্লি ক্যাপিটাল, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস। কিন্তু শেষ হাসি হেসেছে মুম্বাই। এর আগে অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশও মাতিয়েছেন তিনি। তার দিকে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহও ছিল ব্যাপক।
সিঙ্গাপুরের হয়ে ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ডেভিড। বর্তমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলছেন মুলতান সুলতানসের হয়ে। সেখানেও প্রতি ম্যাচেই ঝলক দেখাচ্ছেন তিনি। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে তাকে ২৯ বলে ৭১ করতে দেখা গেছে। পেশোয়ার জালমির হয়ে করেন ১৯ বলে ৫১।
Leave a Reply