
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডে জয়ের পর আজ সিরিজ জেতার লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে তারা। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। লুঙ্গি এনগিডির বলে এগিয়ে এসে খেলতে গিয়েছিলেন তামিম। কিন্তু ব্যাটে বলে সেভাবে সংযোগ না হওয়ায় কেশব মহারাজের হাতে ধরা পড়েন তিনি। মাত্র ১ রান করে সাঝঘরে ফিরেন তিনি।
ইনিংসের চতুর্থ ওভারেই সাকিব আল হাসানকে হারায় বাংলাদেশে। কাগিসো রাবাদার বলে কাইল ভেরান্নের হাতে তালুবন্দি হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন প্রথম ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলা সাকিব। আজকের ম্যাচে রানের খাতা খুলতে ব্যর্থ হন তিনি।
দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন লিটন দাস। কিন্তু তিনিও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ২১ বলে ৩ চারে ১৫ রান করে রাবাদার বলে উইকেটের পেছনে কুইন্টন ডি ককের গ্লাভসবন্দি হয়ে ফিরেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮ রান।
Leave a Reply