বাংলাদেশ পানি সম্পদ পরিকল্পনা সংস্থার শূন্য পদ সমূহে জনবল নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পানি সম্পদ পরিকল্পনা সংস্থা চাকরিতে ০৪ টি পদে মোট ০৪ জনকে নিয়োগ প্রদান করা হবে। বাংলাদেশ পানি সম্পদ পরিকল্পনা এর চাকরিতে নারী ও পুরুষ উভয়কেই আবেদন করার সুযোগ প্রদান করা হবে। আপনার আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। পানি সম্পদ পরিকল্পনা সংস্থা সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিচে বিস্তারিত দেওয়া হল।
এই বিডি পাবলিক রেজাল্ট ডট কম ওয়েবসাইটে প্রবেশ করার জন্য স্বাগতম। আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি জানতে পারবেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থা চাকরির বিস্তারিত তথ্য সমূহ। আপনি যদি পানি সম্পদ পরিকল্পনা সংস্থা চাকরিতে আবেদন করতে চান তাহলে আমাদের এই পেজ থেকেই সকল প্রক্রিয়া জানতে পারবেন সাথেই থাকুন।
১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদ এর সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল : ১১,০০০/- টাকা থেকে ২৬,৫৯০/- টাকা।
২. পদের নাম : সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ এর সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল : ১০,২০০/- টাকা থেকে ২৪,৬০০/- টাকা।
৩. পদের নাম : গাড়ীচালক
পদ এর সংখ্যা : ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যা : নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য নেই।
বেতন স্কেল : ৯,৩০০/- টাকা থেকে ২২,৪৯০/- টাকা।
৪. পদের নাম : পরিচ্ছন্নকর্মী
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা : ৫ম শ্রেণি পাস।
বেতন স্কেল: ৮,২৫০/- টাকা থেকে ২০,০১০/- টাকা।
পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি শর্তাবলী সমূহ নিম্নরূপ :
পানি সম্পদ মন্ত্রণালয় চাকরির আবেদনের জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হল জীবন বৃত্তান্ত :
জীবন বৃত্তান্ত লেখার নিয়ম
১. আবেদনকারীর নাম (ক) বাংলায় : সজীব আহমেদ
(খ) ইংরেজিতে বড় অক্ষরে : SOJIB AHMED
২. পদের নাম : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর/পিএ (বোঝানোর জনপদের নাম লেখা)
৩. পিতার নাম/স্বামীর নাম : লুৎফর কবির
৪. মাতার নাম : শামসুন্নাহার
৫. বিজ্ঞপ্তি স্মারক নম্বর ও তারিখ : 42. 02. 0000.003.18.010.19 (খন্ড-2)-05 তারিখ: 11/07/2021 খ্রিষ্টাব্দ।
৬. বর্তমান/পত্র যোগাযোগের ঠিকানা :
(ক) বাংলায় : গ্রাম- ঝিনাইগাতী, ডাকঘর: ঝিনাইগাতী, উপজেলা: ঝিনাইগাতী, জেলা: শেরপুর।
(খ) ইংরেজিতে বড় অক্ষরে: JHENAIGATI, POST. JHENAIGATI, THANA- JHENAIGATI, DIS: SHERPUR.
৭. স্থায়ী ঠিকানা :
(ক) বাংলায় : গ্রাম- ঝিনাইগাতী, ডাকঘর: ঝিনাইগাতী, উপজেলা: ঝিনাইগাতী, জেলা: শেরপুর।
(খ) ইংরেজিতে বড় অক্ষরে: JHENAIGATI, POST. JHENAIGATI, THANA- JHENAIGATI, DIS: SHERPUR.
৮. মোবাইল ফোন/টেলিফোন নম্বর (যদি থাকে) : 019********
৯. নিজ জেলা (ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ কোত্থেকে সুখিত সনদ দ্বারা সমর্থিত।
১০. জন্ম তারিখ ও বয়স (১৫.০৮.২০২১ তারিখে)
১১. জাতীয় পরিচয় পত্র নম্বর : 1024564568
১২. জাতীয়তা : বাংলাদেশী
১৩. ধর্ম : ইসলাম
১৪. শিক্ষাগত যোগ্যতা : সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
১৫. প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা (যদি থাকে)
১৬. ব্যাংক ড্রাফট/পে অর্ডার নম্বর : …………………………. তারিখ: ………………… টাকার পরিমান……………………………… ব্যাংকের শাখার নাম…………………………।
১৭. সংশোধিত কাগজপত্র তালিকা :
আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে ওপরে বর্ণিত তথ্যাবলী সম্পূর্ণ সত্য কোন তথ্য ও সত্য প্রমাণিত হলে কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে আমার কোন আপত্তি থাকবেনা।
মুখ বন্ধ খামের উপর পদের নাম উল্লেখ পূর্বক আবেদনপত্র জমা দিতে হবে। সকল সত্যায়ন/প্রত্যায়ন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হতে হবে। প্রাথমিক ভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত সাপেক্ষে লিখিত, মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে।
প্রার্থীর বয়স সীমা ০৫.০৮.২০২১ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত পথের পাশে উল্লিখিত বয়সসীমা মধ্যে হতে হবে।
চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুভূতি সহ নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন ফরম পূরণ করতে হবে। এক্ষেত্রে আবেদনপত্র কোন অগ্রহণযোগ্য করা হবে না। অস্পষ্ট, অসম্পূর্ণ ও ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র সরাসরি বাতিল করে দেওয়া হবে।
শিক্ষা জীবনের কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণীর জিপিএ প্রাপ্ত প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন না। কোন তথ্য গোপন ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগ প্রাপ্ত হলে কিংবা কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে কর্তৃপক্ষ নিয়োগ আদেশ বাতিল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে ক্ষমতা সংরক্ষণ করেন।
কর্তৃপক্ষ যেকোনো সময়ে নিয়োগ কার্যক্রম কারণ দর্শানো স্থগিত, সময় পরিবর্তন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। চাকরিতে আবেদনকারীদেরকে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না। চাকরির নিয়োগ এর সময় বৃদ্ধি হতে পারে।
আবেদনের পাঠানোর ঠিকানা নিম্নরূপ :
পানি সম্পদ সংস্থায় যদি চাকরি করতে আগ্রহী হন তবে নির্ধারিত জীবন বৃত্তান্ত ছক পূরণ পূর্বক প্রয়োজনীয় তথ্য ও সংযুক্তি সহ স্বাক্ষরযুক্ত আবেদন পত্র ইমেইল যোগে (ইমেইল: dg@warpo.gov.bd) অথবা সরাসরি অথবা ডাকযোগে সচিব, ওয়ারপো, “ওয়ারপো ভবন”, ৭২ গ্রীণরোড, ঢাকা-১২১৫ এই ঠিকানায় অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে।
ডাউনলোড করুন পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2021
আবেদনের শেষ তারিখঃ ০৫ আগষ্ট ২০২১ খ্রিস্টাব্দ।
পরিশেষে :
পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ বিস্তারিত উপরের প্রস্তুত করা হয়েছে। আপনি যদি পানিসম্পদ মন্ত্রণালয়ের চাকরিতে আবেদন করতে চান তবে উপরে দেওয়া আবেদন পাঠানোর ঠিকানা সংগ্রহ করুন আর কিছু সময় ব্যয় করেন আবেদন করুন। আমাদের এই বিডি পাবলিক রেজাল্ট ডটকম পানি সম্পদ মন্ত্রণালয় চাকরির খবর পড়ার জন্য ধন্যবাদ।
আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে প্রতিদিন চাকরির খবর দৈনিক চাকরির খবর আজকের চাকরির খবর বাংলাদেশের সকল আপডেট সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স ব্যাংক সকল চাকরির খবর সবার আগে পোস্ট করা হয়। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ এর সকল প্রকার আপডেট খবর পোস্ট করা হয়। নতুন সব ধরনের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি প্রতিদিন একবার হলেও ভিজিট করুন ধন্যবাদ সকলকে।
Leave a Reply